নব-নিযুক্ত সেনা প্রধানের সাথে সরদার মুজিবের সৌজন্য সাক্ষাৎ

28

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনা বাহিনীর নব-নিযুক্ত সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল অাজিজ অাহমেদ’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সরদার মুজিব। ২১ শে জুন,বৃহস্পতিবার তিনি সেনা বাহিনীর সদ্য এই নিয়োগ পাওয়া কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সরদার মুজিব বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি, বঙ্গবন্ধু সেনা পরিষদের সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা অা.লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও অাসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়ার নিয়ে গঠিত সাতক্ষীরা-১ অাসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশি।

উল্লেখ সরদার মুজিব তালা-কলারোয়া নিয়ে গঠিত সংসদীয় অাসন ১০৫, সাতক্ষীরা-১ গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে পাশ করতে না পারলেও দেশের অনেক দলীয় প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছিলেন।জনগনের ভালোবাসায় সরদার মুজিবকে অাবারো অাসন্ন নির্বাচনে প্রার্থী হিসাবে নিয়ে এসেছে।