নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে কোচিং বাণিজ্য!

115

ইব্রাহিম খলিল : সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. আক্তারুজ্জামান (অংক ইংরেজি ব্যাচ) ও ইংরেজি শিক্ষক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ।বাসায় ব্যাচ করে প্রতিদিন সকাল ৭ থেকে ৮ টা পর্যন্ত এবং দুপুরর ২ টা থেকে ৩ টা পর্যন্ত কোচিং চালাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন রুটিন করে কোচিং বাণিজ্যে করে যাচ্ছে এ বিদ্যালয়ের শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করলেও প্রকৃত মেধা অর্জন থেকে পিছিয়ে পড়ছে।

অপরদিকে এ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ফারুক হোসেনের বিরুদ্ধে রয়েছে ভাষা দিবস কটুক্তি করার অভিযোগ। ২১ ফেব্রুয়ারির আলোচনা সভায় প্রকাশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে ‘ঢোল তবলা বাজিয়ে, কিসের অনুষ্ঠান? মৃত্যুর পরে প্রতিটি সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে।’ প্রধান শিক্ষক মালেক গাজী বলেন, এব্যাপারে আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো। তবে এর আগেও তাদের বিরুদ্ধে এধরনের অভিযোগ শুনেছি।’ শিক্ষার্থীরা জানান বিদ্যালয়টি এখন কোচিং বাণিজ্যে পরিণত হয়েছে। এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন।