আবু নাসির
পাহাড়ের বুকে মাথা রেখে
আমি হয়েছি হৃদয়হীন
সাগরে বুকে নরম হৃদয় পেতে এসে
হলাম অর্বাচীন।
সাগরে দেয় সব ভাসিয়ে
কেড়ে নেয় জীবন মাল
এ সব চেয়ে ধরণীর বুকে
হলাম আমি জঞ্জাল।
পাহাড়ের বুক শক্ত বেশী
মানুষের কষ্ট বোঝে না
পাহাড়ের বুকে বসত যাদের
তারা সমতল ভালোবাসে না।
শূণ্য যখন চারিদিক মোর
এলাম সমতল ভূমিতে
সুখের পরশ পেলাম হেথায়
পারছি জীবনের গান গাইতে।
সবুজ সমাহার সমতল আমার
মায়ায় মায়ায় ভরপুর
নানা পাখীর কল কাকলি
গাছের ছায়ার নির্জন দুপুর।
যেথায় বসে রাখাল বালক
অবসরে বাজায় বাঁশী
অবসন্ন কৃষক জিড়িয়ে নেয়
মুখে তার তৃপ্তির হাসি।
মন ছুটে যায় সদায় সেথায়
তাই ছেড়েছি সাগর পাহাড় সব
সমতলে এসে জুড়ালো হৃদয়
করবো হেমন্তে নবান্ন উৎসব।