নগরঘাটা শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

48

নিজস্ব প্রতিনিধি: আজ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। সেই সঙ্গে শুরু মুজিববর্ষেরও। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে। ১৭ মার্চ রবিরার নগরঘাটা শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাবের কার্যালয়ে রাত ৮ টায় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা – কলারোয়ার সংসদ সদস্য এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, নগরঘাটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আক্তার উল আলম, নগরঘাটা শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাবের পরিচালক মোঃ নাঈম পারভেজ, নগরঘাটার বাজার কমিটির সভাপতি সাইদুল আলম, বাংলাদেশ জাসদ তালা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান, জিয়ারুল ইসলাম, সাদাত হোসেন, মফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেটি বি-নির্মানে সকলকে দেশের উন্নয়নে কাজ করতে হবে বলে উপস্থিত অতিথিবৃন্দরা সকলকে উদ্বাত্ব আহ্বান জানান।