নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটা রাইচমিল মোড়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে বাজারের সাঈদ ইলেকট্রনিক্স এর দোকানে এ চুরি সংঘটিত হয়।
সাঈদ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. সাঈদ হোসেন জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রাত সাড়ে ১১ টায় দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর শনিবার দিবাগত রাতে কোন এক সময়ে সুযোগ বুঝে সংঘবদ্ধ চোরেরা সার্টারের তালার আংটা কেটে ভিতরে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকাসহ ১টি কম্পিউটার, ৮টি মোবাইল, ২ কয়েল বৈদ্যুতিক তার ও বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী চুরি করে নিয়ে যায়।তিনি বলেন, সব মিলিয়ে প্রায় ১লক্ষ টাকা মূল্যের জিনিস চুরি হয়েছে।
পরে রবিবার সকালে দোকানের এসে দোকানের মালিক দেখেন সার্টারের তালার আংটা কাটা অবস্থায় সার্টার লাগানো আছে। নগরঘাটা রাইসমিল মোড়ের ব্যবসায়ীরা জানান, বিগত বছর গুলোর বিভিন্ন সময়ে বাজারে চুরি হলেও এর কোন প্রতিকার আজ পর্যন্ত পাওয়া যায়নি।
করোনা ভাইরাসের কারনে মানুষ যখন ঘরে থাকছেন ঠিক তখন কিছু দুষ্কৃতকারী ও মাদকসেবী এ ধরনের চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
উল্লেখ গত কয়েকদিন আগেই পোড়ারবাজারে দোকানের চালের টিন কেটে ভিতরে ঢুকে কয়েকটি দোকানে নগদ টাকাসহ মালামাল চুরি হয়।