নগরঘাটায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ সমাবেশ

91

নিজস্ব প্রতিনিধি: ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রিয় রাসুল বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সা.) এর এবং তাঁর অনুসারীদের প্রতি যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে সারা দেশের মতো তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মুসলমানরাও প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের শেখপাড়া জামে মসজিদের উদ্যোগে নগরঘাটার সকল মসজিদের মুসুল্লিদের নিয়ে প্রতিবাদ সমাবেশ করে ফ্রান্সে এ ব্যঙ্গ চিত্র প্রদর্শন বন্ধ করার ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁনের ইসলাম বিরোধী বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে।

এ সময় ফরাসী পণ্য বয়কট করতে মুসলমানদের প্রতি আহবান জানানো হয়েছে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিঠাবাড়ী স্কুল মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে ধর্মপ্রাণ মুসুল্লিরা ছাড়াও বিভিন্ন মসজিদ -মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থীরাও অংশ নেন। বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের সকল পণ্য বয়কট করা হবে বলে জানান তারা।