নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ মার্চ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

318

নিজস্ব প্রতিনিধি : নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানের পর বিকালে মো. মিজানুর রহমান এবং নগরঘাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মো. শাহজাহানের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  সাবেক ইউপি সদস্য মো. আব্দুস সামাদ সরদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল গাজী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম, খলিলুর রহমান, সহকারি শিক্ষক হাসিনা খাতুন, আহারুন নেছা, মো. মুরাদ হোসেন, মো.
ইসরাইল হোসেন, সাংবাদিক মো. জাবের হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ।