নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ মার্চ পালিত

122

নিজস্ব প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ (শনিবার) সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদশিক্ষার্থীদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গাবতলা ঈদগাহ ময়দান মাঠ থেকে র‍্যালি প্রদিক্ষণ শেষে বিদ্যালয়ে উপস্থিত হয়ে সমাপ্ত হয়।

এরপর বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ, সহকারি শিক্ষক হাসিনা খাতুন, আহারুন নেছা, মো. মুরাদ হোসেন, সাংবাদিক মো. জাবের হোসেন, মো. মিজানুর রহমান, সাংবাদিক মো. শাহিনুর রহমান, নগরঘাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সভাপতি মো. শাহজাহান হোসেন, তাছের সরদার, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ, অভিভাকবৃন্দ এবং এলাকার আরো অনেকেই উপস্থিত ছিলেন।