নিজস্ব প্রতিনিধিঃ তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নে আনসার-ভিডিপির উদ্যোগে গ্রামীণ জনগোষ্ঠির উন্নয়ন প্রচার ও গণসচেতনামূলক ‘‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগানে’’ আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় নগরঘাটা ইউনিয়ন পরিষদ চত্বর ও রাইচমিল মোড়ে পৃথকভাবে ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।
ইউনিয়ন আনসার-ভিডিপির দলপতি মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল করিম বিশ্বাস, আব্দুস সামাদ সরদার, মোঃ মনিরুজ্জামান মনি।
আরো উপস্থিত ছিলেন, আনসার-ভিডিপি দলনেত্রী মর্জিনা বেগম, ইউনিয়ন কমান্ডার মোঃ ইউনুস আলী, ধানদিয়া ইউনিয়ন কমান্ডর মোঃ গোলাম মোস্তফা।
গণ তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রজেক্টর অপারেটর মোঃ এজাজ হক এর পরিচালনায় উক্ত ভিডিও চিত্র অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপরে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শণ, নারীদের উন্নয়নমূলক সরকারের গৃহীত কর্মকান্ডের বিভিন্ন ভিডিও,সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শণ সহ বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শীত হয়।