মাগফুর রহমান: তালার নগরঘাটায় মাহিন্দ্র মোটরসাইকেল দূর্ঘটনায় তিনজন আহত হয়েছে রবিবার বিকাল চারটায় নগরঘাটা হাফিজিয়া মাদ্রাসার সামনে এঘটনা ঘটে। জানাযায় নগরঘাটা পুলেরবাজার সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার সামনের মাহিন্দ্র চালক মৃত লোকমানের ছেলে রবিউল বাড়ী থেকে গাড়ী নিয়ে দ্রুত রাস্তায় আশে।
এ সময় ত্রিশমাইল অভিমুখে দুজন মোটরসাইকেল যাত্রী স্বজোড়ে মাহিন্দ্রের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। মোটরসাইকেলটির ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে মাহিন্দ্র চালক ও সামান্য আহত হয়েছে।আহত মোটরসাইকেল চালকদের অবস্হা গুরুতর হওয়ায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।