নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্ব গাঁথা ” মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে তালার নগরঘাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো. কামরুজ্জামান লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, নুর আলী সরদার, নগরঘাটা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক, জাসদ তালা উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, নগরঘাটা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর আলম, নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা খোন্দকার শাহাদাত, মিজানুর রহমান মিজান, মফিজুল ইসলাম, কচি মিজান প্রমুখ।