নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের করোনাভাইরাস প্রতিরোধে ঘরবন্দী অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সাংবাদিক শাহিন ও তার বন্ধুদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯মে) নগরঘাটা ইউনিয়নের সাংবাদিক মোঃ শাহিনুর রহমান শাহিন ও তার বন্ধু মোঃ সবুজ হোসেন, মোঃ মহিদুল ইসলাম, মোঃ শিমল হোসেন, মোঃ রায়হান হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ উজ্জল গাজী এর উদ্যোগে ১নং ও ২নং ওয়ার্ডে বসবাসকারী অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উক্ত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, কিসমিস, বাদাম, নুডুলস, তেল ও সাবান।
খাদ্যসামগ্রী পেয়ে কয়েকজন জানান, করোনাভাইরাসের কারণে দিনমজুর করতে না পেরে খুব অসহায়ভাবে জীবনযাপন করছিলাম। সাংবাদিক শাহিন ও তার বন্ধুদের কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে খুব ভালো লাগছে।
এ ব্যাপারে সাংবাদিক শাহিন বলেন, সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসের কারণে ঘরবন্দী থাকা পরিবারগুলো খুব অসহায়ভাবে জীবনযাপন করছে। আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে সামাজিক দায়বদ্ধতা থেকে এই অসহায় ঘরবন্দী হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাড়ানোর চেষ্টা করছি।