মাগফুর রহমান: তালার নগরঘাটা ইউপির ৭নং ওয়ার্ডের দক্ষিনপাড়ায় কাচা রাস্তা নিজস্ব অর্থায়নে ইটের সলিং করে দিয়েছে সমাজ সেবক ফারুক হোসেন। বুধবার (২৪জুন) সকাল ১১টায় দশজন শ্রমিক নিয়ে এ কাজ শুরু করেন সমাজ সেবক ফারুক হোসেন।
জান যায়, নগরঘাটা দক্ষিনপাড়া রহমতিয়া স্কুল সংলগ্ন মোল্লাবাড়ীর সামনের রাস্তাটি বৃষ্টির কারণে কাঁদা পানিতে চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায়, চলাচলের এই রাস্তাটি নিজস্ব অর্থায়নে ইটের সলিং করে দিয়েছে ফারুক হোসেন। ফারুকের বাবা মৃত আঃ আজিজ ও একজন সমাজ সেবক হিসাবে এলাকায় পরিচিত ছিলো।
এ বিষয়ে ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, এলাকার জনসাধারনের জন্য চলাচলের অনুপযোগী রাস্তাটিতে নিজের অর্থায়নে ইটের সলিং করে দিতে পেরে আমি গর্বিত। আমি একার সন্তান, এলাকার মানুষের চলাচলের কষ্ট কিছুটা হলেও কমবে। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য ফারুক হোসেনকে এবার ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসাবে নির্বাচনে অংশ গ্রহনের জন্য বলছেন ওয়ার্ডবাসী।