নগরঘাটায় সন্দেহজনক করোনাভাইরাস রোগীদের নমুনা সংগ্রহ করা হবে

313

ইয়াছিন আলী: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী কমিউনিটি ক্লিনিকে সন্দেহজনক করোনাভাইরাসের রোগীদের নমুনা সংগ্রহ করা হবে।

শনিবার (২রা) মে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে মিঠাবাড়ী কমিউনিটি ক্লিনিকে সন্দেহজনক করোনাভাইরাসের রোগীদের নমুনা সংগ্রহ করা হবে।

মিঠাবাড়ী কমিউনিটি ক্লিনিকের সি, এইচ, সি, পি মোঃ মহিবুল্লাহ আলম ও এইচ, এ মোঃ শাহিনুর রহমান বলেন, আগামী শনিবার (২রা) মে নগরঘাটার মিঠাবাড়ী কমিউনিটি ক্লিনিকে সন্দেহজনক করোনাভাইরাসের রোগীদের নমুনা সংগ্রহ করা হবে। নগরঘাটা ইউনিয়নে যাদের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে এমন সকল রোগীদের শনিবার মিঠাবাড়ী কমিউনিটি ক্লিনিকে আসার জন্য অনুরোধ করছি।