নগরঘাটায় ফেয়ার প্রাইজের চাল বিতরণ

16

মোঃ মামুন হোসেন : “ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনা’র বাংলাদেশ” বিশ্ব মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী, জন-নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের দুস্থ,অসহায়,অতি দরিদ্র জন-গোষ্ঠীর ক্ষুধার জ্বালা নিবারনের ভার নিয়েছেন এবং সেই লক্ষ্যে ফেয়ার প্রাইজ ১০টাকা কেজি মূল্যের চাল বিতরণ কর্মসূচি চালু করেছেন যেটি অব্যাহত রেখেছেন।

সেই লক্ষ্যকে অব্যাহত রেখে তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল মোড়ে অাজ ৭ই অক্টোবর, রোববার সকাল ৯ ঘটিকার সময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তারের উপস্থিতিতে ডিলার মোঃ জাহাঙ্গীর আলমের মাধ্যমে ১০ টাকা কেজি দরে ৪৫২ জন হত-দরিদ্রদের মাঝে ফেয়ার প্রাইজের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, ওয়ার্কার্স পার্টির ইউনিয়ন সভাপতি কালিপদ মন্ডল, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান সজীব।

আরো উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা শাহাদত, মোঃ মফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির ওয়ার্ড সভাপতি অমল মন্ডল, মোঃ শাহেদ, মহিলা ইউপি সদস্য ঝর্না বেগম, ছবি বেগম প্রমুখ।