মোঃ শাহিনুর রহমান শাহিন: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ছাগল ও স্বর্ণের দুল ছিনতাই ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামে। এ ঘটনায় মিঠাবাড়ী ভৈরবনগরের জিয়াদ আলির স্ত্রী সখিনা বেগম তার ভাবির রাস্তার পাশে বাধা ছাগল নিয়ে পালানোর চেষ্টা করে ননদ সুখজান। এ সময় স্থানীয়দের বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
এ সময় সুযোগ বুঝে পাওনাদার ননদ সুখজান তার ভাবির কানে থাকা এক ভরি ওজনের স্বর্নের দুল ছিনিয়ে নেয়। রক্তাক্ত কান নিয়ে কান্নাকাটির সুযোগে দুল জোড়া সেরে ফেলেন তার ননদ। ছাগল ও স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনাটি স্থানীয় এক সাংবাদিকের মোবাইল ফোনে ভিডিও ধারণ করা আছে।
নগরঘাটা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ঝর্ণা বেগম বলেন, সুখজান যেটা করেছে সেটা অন্যায় কাজ করেছে। তার সঠিক বিচার হওয়া দরকার। উভয় পক্ষকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে পাওনাদা সখিনার ছেলে সবুজের সাথে কথা বলতে চাইলে সে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিতে থাকে৷