নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় নেক্সাস সাতক্ষীরা এবং সাংবাদিক মো. জাবের হোসেন’র যৌথ উদ্যোগে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের গাবতলা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গন সংলগ্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে মোট ৪০ জন গরিব মানুষের মাঝে চিনি, চিড়ি, ছোলা, খেঁজুর এবং মুড়ি বিতরণ করা হয়েছে।


নেক্সাস সাতক্ষীরার প্রধান মঈনূল আমিন মিঠুর সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নেক্সাস সাতক্ষীরার উপদেষ্টা সদস্য দিদারুল ইসলাম, আব্দুল মজিদ, মাহবুব হোসেন মিলন, সাংবাদিক মো. জাবের হোসেন, ইসরাইল হোসেন, কালামিন সরদার, আলাউদ্দীন সরদার, নেক্সাস সাতক্ষীরার স্বেচ্ছাসেবক মো. কামাল হোসেন, রিপন হোসেন, মিজানুর রহমান, ওলিউল্লাহ্, মো. জাহিদুর রহমান, নুরুজ্জামান প্রমূখ।
