অনলাইন ডেস্ক: তালা উপজেলার নগরঘাটায় জ্বর, সর্দি, কাশী নিয়ে অচেতন অবস্থায় মাইক্রো যোগে ঢাকা থেকে সম্ভাব্য করোনা রুগী বাড়ীতে এসেছে। গত রবিবার লাকী নামের ওই যুবক তার নিজ গ্রাম নগরঘাটা দক্ষিনপাড়ায় এসেছে। তার পিতার নাম তোফাজ্জল হোসেন(তোফা)।
জানা যায়, গত কয়েক বছর যাবৎ আশরাফুজ্জামান লাকী নামের ওই যুবক ঢাকায় বসবাস করতো। গত কয়েকদিন আগে লাকী জ্বর, সর্দি, কাশি নিয়ে ঢাকাতে অসুস্থ হয়ে পড়ে। গতকাল রবিবার উক্ত লাকী মাইক্রো যোগে অসুস্থ, অচেতন অবস্থায় ঢাকা থেকে বাসায় ফিরেছে।
বর্তমানে লাকি তার নিজ বাসায় অবস্হান করছেন। স্থানীয় এলাকাবসী জানিয়েছে লাকি নামের ওই যুবকের শরীরে জ্বর, কাশিও সর্দি রয়েছে। তাকে নিজ বাসার একটি ঘরে রাখা হয়েছে। সম্ভাব্য করোনা রুগী লাকীর বাড়িতে পাটকেলঘাটা থানা পুলিশ পরিদর্শন করেছে।