নগরঘাটায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা

9

মোঃ মামুন হোসেনঃ– সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কতৃক আয়োজিত সোমবার বিকাল ৫ ঘটিকার সময় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীর জনক বঙ্গবন্ধু’র সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধারা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সুভাষ কুমার সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরঘাটা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান।

আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ইনছার হেলাল,বীর মুক্তিযোদ্ধা জাফর আলি,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,,বীর মুক্তিযোদ্ধা মোতালেব গোলদার,,বীর মুক্তিযোদ্ধা নুর আলি সরদার, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলি, ইউপি সদস্য আঃ করিম বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১নং ধানদিয়া ও ২নং নগরঘাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলি, সোহাগ হোসেন,জাকির হোসেন প্রমূখ।