নগরঘাটায় জাতীয় পার্টির প্রচার-প্রচারনায় সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত

64

মোঃ মামুন হোসেনঃ মঙ্গলবার ২৪ জুলাই বিকাল ৫ টার সময় তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নে পোড়ার বাজারে জাতীয় পার্টির প্রচার-প্রচারনায় সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। প্রধান অতিথি তার বক্তব্যে হুসেইন মোহাম্মদ এরশাদের সময়ে উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি আরো বলেন, আমার ৩ বছরের মন্ত্রীত্ব কালীন সময়ে আমি অবৈধ ভাবে ইনকাম করিনি তাই আজ আমি ভাড়ায় চালিত একটি মাইক্রো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা সেক্রেটারি এস এম আলাউদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুব সংহতি সভাপতি মান্নান হোসেন, নগরঘাটা জাতীয় পার্টির সভাপতি প্রফেসর আমজাদ হোসেন, সেক্রেটারি ডাঃ নজরুল ইসলাম, যুব সংহতি সভাপতি কবির হোসেন, ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রফেসর বাক্কার,সেক্রেটারি মানিক মোড়ল, যুব সংহতি সভাপতি সোহরাব হোসেন, ধানদিয়া ছাত্র-সমাজের সভাপতি আশিকুজ্জামান শাওন,সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব, ৩নং ওয়ার্ড সভাপতি আলামিন প্রমুখ।