নগরঘাটায় জমে উঠেছে পশুর হাট

96

মোঃ মামুন হোসেনঃ আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে নগরঘাটা পোড়ার বাজারে জমে উঠেছে ছাগলের হাট। চলছে বেচা-কেনার ধুম।

শেষের দিকে বাজার জমে উঠবে কিনা এ নিয়ে সংশয় থাকলেও ঈদের অগ্রিম মূহুর্তে জমে উঠেছে নগরঘাটা ছাগলের হাট । সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার বসে এই ছাগলের হাট। চাহিদা মত দামে ছাগল কেনা-বেচা করতে পেরে অনেকটা আনন্দিত ক্রেতা-বিক্রেতারা ।

মঙ্গলবার হাটে ব্যপারীরা বলছেন, গেলো বছরও লোকসান গুনতে হয়েছে। এইবার কি হবে এই ভয়ে থাকলে কি আর ব্যবসা করা যায়,তবে অন্য বারের তুলনায় এবার কাঙ্খিত পরিমানে জমে উঠেছে ছাগলের হাট। আশা করি গেলো বছরের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠা সম্ভব হবে।

ছাগলের ব্যাপারী অসিত বলেন, গেলো বছর অনেক লোকসান হয়েছে। এইবার আশা করছি কিছুটা লাভ হবে।

বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,পার্শবর্তি আলিপুর, আখড়াখোলা,পাচপাড়াসহ বিভিন্ন গ্রাম থেকে ক্রেতা-বিক্রেতারা ভিড় জমান এই ছাগলের হাটে।

এসময় কথা হয় পোড়ার বাজারে ছাগল কিনতে আসা শাহজান আলির সাথে। তিনি বলেন,কুরবানির জন্য ছাগল কিনতে হবে। তবে দাম একটু বেশিই বলে মনে হচ্ছে।