অনলাইন ডেস্ক : তালা উপজেলার নগরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশি চাচাকে ফাঁসাতে থানায় মিথ্যা ইফটিজিং এর অভিযোগ দিয়েছে। ঘটনাটি নগরঘাটা ইউনিয়নের দক্ষিনপাড়ায় ঘটেছে।
জানা যায়, নগরঘাটা ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের মাজেদ শেখের ছেলে তহিদুজ্জামানের সাথে দীর্ঘ দিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।
বিষয়টি নিয়ে গত বুধবার সকালে কথা কাটাকাটির হয় একই কুয়েত প্রবাসী রুহুল কুদ্দুসের ছোট ছেলে সুফিয়ানের সাথে। এ সময় উভয় পক্ষ শুধু কথা কাটাকাটি হয়।
বিষয়টি নিয়ে মাজেদের ছেলে তহিদুজ্জামান ক্ষিপ্ত হয়ে প্রতিবেশি ভাই সুফিয়ানকে ফাসাতে নিজের মেয়ে সুমাইয়াকে দিয়ে মিথ্যা ইফটিজিং এর অভিযোগ করেছে পাটকেলঘাটা থানায়।
বিষয়টি পাটকেলঘাটা থানার এসআই শাহাদাৎ হোসেন তদন্ত করছেন। উল্লেখ্য, তহিদুজ্জামান এর কন্যা সুমাইয়া গত বছর একই এলাকার এক ছেলের দ্বারা ধর্ষনের অভিযোগ করে। পরে ৪০ হাজার টাকা নিয়ে সেই অভিযোগ তুলে নেয় এবং মিমাংসা করে নেয়।
এ ছাড়াও চলতি মাসের ১ তারিখে সুমাইয়া যশোর জেলার মনিরামপুর উপজেলার জাহিদ নামের এক ছেলের সাথে পালিয়ে যায়। একদিনপর এই সুমাইয়াকে বাড়ীতে ফেরত আনাহয়। জমি নিয়ে বিরোধের জেরে ইফটিজিং এর অভিযোগ দেওয়ায় বিষয়টি নিয়ে পুলিশ সুপারের হস্থক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী যুবক।