নগরঘাটায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

94
নগরঘাটায় একুশে
নগরঘাটায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

ডেস্ক নিউজ: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে মহান একুশের প্রথম প্রহরে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা ও নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীরা। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ থেকে সকল স্তরের মানুষ সমবেত হন নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের শহীদ মিনারে।

শনিবার (২১শে ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নগরঘাটা ইউপি চেয়ারম্যান মো: কামরুজ্জামান লিপু, নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার উল আলম, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইদুল আলম, সরকারী শিক্ষক মো: কামরুজ্জামান রিকু, নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নাঈম পারভেজ, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি সহ মিজানুর রহমান মিজান, জিয়ারুল ইসলাম, খন্দকার সাহাদাত হোসেন, মফিজুল ইসলাম, মির কাশেম প্রমুখ।