নগরঘাটায় উপসর্গহীন করোনায় আক্রান্ত ১ জন

228

নিজস্ব প্রতিনিধি ।। তালা উপজেলার নগরঘাটায় উপসর্গহীন এক করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। শুক্রবার সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে নগরঘাটায় বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী দফাদারের বড় ছেলে মো. মনিরুল ইসলাম (৩৪) কোনো উপসর্গ ছাড়া করোনা পজেটিভ হয়েছে।
শুক্রবার পাটকেলঘাটা থানা পুলিশের একটি টিম তার বাড়িতে গিয়ে লকডাউন করেছে।

উল্লেখ্য এর আগে গত শুক্রবার (১২ জুন) মনিরুল ইসলামের স্ত্রী রুমা বেগম নগরঘাটায় দ্বিতীয় ব্যক্তি হিসাবে করোনা পজেটিভ হয়। তার পরই মনিরুল ইসলামের করোনার নমুনা সংগ্রহ করা হয়। মনিরুল ইসলাম সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে চতুর্থ শ্রেণির একজন কর্মচারী। করোনা পজেটিভ মনিরুলে কাছ থেকে জানা গেছে, তার শরীরে কোনো জ্বর,সর্দি বা কাশির কোনো লক্ষণ নেই।তিনি শারীরিকভাবে সুস্থ্য রয়েছেন। প্রশাসনের নির্দেশনা মোতাবেক নিয়মকানুন মেনে বাড়িতেই থাকছেন।

শুক্রবার বিকালে লাল সবুজের কথা নিউজের পক্ষ থেকে তার পরিবারের জন্য কিছু ফল-মূল যেয়ে দিয়ে আসা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, লাল সবুজের কথা নিউজের সম্পাদক ও প্রকাশক মো. জাবের হোসেন, নির্বাহী সম্পাদক মো. মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক ইয়াছিন আলী, সাংবাদিক এস এম সোহাগ হোসেন রানা,সাইফুল ইসলাম প্রমুখ।