ইয়াছিন আলী : আসন্ন ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং নগরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি নির্বাচন বেশ জমে উঠেছে। পোষ্টার আর ব্যানারে ছেয়ে গেছে এলাকার সর্বত্র। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সেই সাথে বসে নেয় কর্মী সমর্থকরা। চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র চলছে ভোটের আমেজ। সকাল থেকে গভীর রাত পযর্ন্ত প্রার্থীরা নিজস্ব প্রতীক নিয়ে ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে।
২নং নগরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে মোট ৪জন প্রার্থী জোর প্রতিদ্বন্দিতা করছে। এদের মধ্য তরুন যুবক প্রার্থী হিসাবে আলোচনার শীর্ষে রয়েছে নগরঘাটা পালপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য নৃপেন্দ্রনাথ পালের পুত্র উজ্জল কুমার পাল। নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও ৩নং ওয়ার্ডের সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও অতি আপনজন হিসেবে স্থান করে নিয়েছে উজ্জল কুমার পালের টিউবওয়েল মার্কা। অন্যায়ের প্রতিবাদী তরুণ পরিশ্রমী, সৎ, মানবতার সেবক উজ্জল কুমার পাল এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।
সরেজমিনে গিয়ে নির্বাচনী সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয় এই তরুন প্রার্থী উজ্জল কুমার পালের সাথে তিনি লাল সবুজের কথা নিউজকে জানান, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছি এবং আমি ব্যাপক সাড়া পেয়েছি। আগামী ২০ সেপ্টেম্বর অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে শতভাগ আমার টিউবওয়েল প্রতীকের বিজয় হবে বলে আশা করি।
তিনি আরো জানান, নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ওয়ার্ড গঠন করা, মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতা মূলক কর্মসুচি গ্রহণ করতে চান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তার কোন বিকল্প নেই। এলাকার উন্নয়নে তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারছেনা ভোটাররা। অধিকাংশ ভোটার তাকে নির্বাচিত করার জন্য জোট বেধেছে এবং দিন-রাত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।