শাহিনুর রহমান শাহিন ।। করোনাভাইরাস সংক্রমণ রোধে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কর্মহীন, অসহায় ও ঘর-বন্দি ১৬০টি পরিবারের মাঝে ৪ মে সকাল ১০টার সময় সরকারি সহায়তায় ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
তালা উপজেলা প্রশাসনের সহায়তায় নগরঘাটা ইউনিয়নের ১৬০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, সচিব মোঃ আব্দুর রাজ্জাক, ট্যাগ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাসদের তালা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, ইউপি সদস্য আব্দুল করিম বিশ্বাস, (৪ নং ওয়ার্ড) মনি, বাবলু, লক্ষীকান্ত ও আওয়ামীলীগ নেতা শাহাদাত, মফিজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, লিমন খান, উজ্জ্বল পাল, রায়হান প্রমুখ।
সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের ১৬০টি অসহায় পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া, খেটে খাওয়া দিনমজুর ও ভ্যান চালক, চা-দোকানি, সেলুনিসহ দুঃস্থদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরাদ্দকৃত ত্রাণ উপজেলা প্রশাসনের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তালিকা প্রস্তুত করে অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছি।