নগরঘাটায় কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

29
নগরঘাটায় কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মো. মামুন হোসেনঃ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজার সংলগ্ন মর্ডান কোচিং সেন্টার ও স্কলার কোচিং সেন্টারে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন’র উপস্থিতিতে সাতক্ষীরা র‌্যাব–৬ টিম মোবাইল কোর্ট পরিচালনা করেন ।

অভিযান পরিচালনাকালে মডার্ন কোচিং সেন্টারকে হাইকোর্টের নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার জন্য  পাঁচ (৫) হাজার টাকা ও স্কলার কোচিং সেন্টারকে তিন (৩) হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে সাত দিনের জেল।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও র‌্যাবের উপস্থিতি জানতে পেরে আশপাশের কয়েকটি কোচিং সেন্টারের পরিচালক কোচিং সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। পৃথক অভিযানে নগরঘাটা পুলের বাজারে ইসরাফিল অটো রাইস মিলে প্ল্যাস্তিকের বস্তা ব্যাবহারের জন্য দশ (১০) হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করায় এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন হাইকোর্টের নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনা কারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।