নগরঘাটায় করোনা আক্রান্ত ব্যক্তি ও লকডাউনে থাকা পরিবারে খাদ্যসামগ্রী প্রদান

120

এস এম সোহাগ রানা ।। সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় সঞ্জয় সরকার নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ইউনিট থেকে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে মর্মে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, আক্রান্ত ব্যক্তি বাড়িতেই আছেন।আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ প্রতিবেশী কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আজ সকালে সাতক্ষীরা ১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ প্রতিবেশী কয়েকটি বাড়ি পরিদর্শন করেন এবং আক্রান্ত পরিবারকে সাহস রাখতে বলেন এবং তাদের কে সকল প্রকার সহযোগিতা করার কথা বলেন।

তার ধারাবাহিকতায় আজ দুপুরে করোনা আক্রান্ত ব্যক্তির এবং তার প্রতিবেশী লকডাউনে অাটকে পড়া ৬ টি পরিবারের মধ্যে চাল,ডাল,তেল, চিনি, বিস্কুট সাবান,লেবু,ব্লিচিং পাউডার মাস্ক সরবরাহ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি।