কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ান পরিষদে ( ২৯ শে এপ্রিল) সকাল ৯ টায় আষ্কারপুর আলিমিয়া কল্যান সংস্থার সার্বিক অর্থয়নে ২০০ পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে (প্রধানমন্ত্রীর উপহার) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান ও আষ্কারপুর আলিমিয়া কল্যান সংস্থার সভাপতি আলহাজ্ব আকদাছ হোসেন মন্টু এসময় আরও উপস্তিত ছিলেন, ইউপি সদস্য আবুল কাসেম, আকবর আলী গাজী, মিজানুর রহমান,আসমাতুল্যা গাজী মনিরুজ্জামান মনি, নুরুজ্জামান সরদার,আবুল খায়ের তারু, সদস্যা মিছেস ফতেমা খাতুন, মিছেস হামিদা খাতুন সহ নেতৃবৃন্দ।