নওগাঁয় সাপের কামড়ে যুবকের মৃত্যু

32

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে সাপের কামড়ে আরিপ হোসেন (৩০) এর মৃত্যু হয়েছে। আরিপ মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের কৃষ্ণগোপালপুর গ্রামের রমজান আলী স্বর্ণকারের ছেলে। সরেজমিন গেলে জানা যায়, আরিপ মানুষিক প্রতিবন্ধি ছিলেন। এলাকার অধিকাংশরাই তাকে আরিপ পাগল বলেই ডাকতো। পাগল বলে ডাকলেও আরিপ ছিলো বিবাহিত এবং এক সন্তানের জনক। জীবিত অবস্থায় আরিপ অনেক মানুষের বাড়িতে দিনমজুরি কাজ করে জীবিকা নির্বাহ করতো।

নিহতের পারিবারের লোকজন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকাল ৭ টার দিকে একই গ্রামের আলহাজ্ব আলতাফ হোসেন মাঠে ধানক্ষেতে কাজ করতে এসে আরিপকে মৃত অবস্থায় ধানের মধ্যে পড়ে থাকতে দেখতে পান।

আরিফকে মৃত অবস্থায় দেখতে পেয়ে আরিপের পরিবারের লোকজনকে খবর দিলে তিনিসহ স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয়দের ধারনা আরিপ প্রতিনিয়ত মাছ ধরার জন্য বাড়ির পাশে ধানক্ষেতে জাল ফেলতো। আজ ও ভোর রাতে মাছ মারার নেশায় ধানক্ষেতে গিয়ে সাপের কামড়েই মৃত্য হয়েছে মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীরা প্রাথমিক ধারনা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের মাতম পরে যায়।

ছেলে আরিপের মৃত্যুতে বয়োবৃদ্ধ বাবা -মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। নিহত আরিপের ডান পায়ের নিচে সাপের কামড়ের চিহ্ন দেখা গেছে।