নওগাঁর শিবপুর বারোয়ারী মন্দিরে পালিত হচ্ছে সবচেয়ে বড় শারদীয় দূর্গা উৎসব

245

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর শিবপুরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শিবপুর বারোয়ারী দূর্গা মন্দিরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দূর্গা উৎসব পালিত হচ্ছে।

আজ অষ্টমী দূর্গা দিবসে ৫২ ঢাকের বাজনা দিয়ে পূজা অর্চনা, ওলুদ্ধনী ও নাচ-গানের মধ্যে দিয়ে অষ্টমী দিনের দূর্গা উৎসব পালন করতে দেখা গেছে।

দর্শনার্থী ভক্ত ও সাধারণ মানুষের উপচে পড়া ভীড় ছিলো লক্ষনীয়।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদারের নিজ বাসভবনে জাকজোমকভাবে এই উৎসব পালিত হয়ে থাকে।

এখানে প্রতি বছর দূর্গা উৎসবের মেলা বসে।

হাজীনগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বলেন, বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এবারও দূর্গা পূজা পালিত হচ্ছে যা নওগাঁর সবচেয়ে বড় উৎসব হিসেবে পালিত হয়।

কিশোরী প্রমা ও রনি বলেন শারদীয় দূর্গা উৎসবে আমরা খুব মজা করছি ।

সরজমিনে গিয়ে দেখা গেছে, সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার নিজেও মন্দির ঘুরে ঘুরে পরিদর্শন করে বলেন, নওগাঁ জেলার সবচেয়ে বড় শারদীয় উৎসব এখানে পালিত হয়।

এব্যাপারে মান্দা-নিয়ামতপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূঁজার শুরুতেই পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার, মহিলা আনসার, গোয়েন্দা পুলিশ ও আর্ম ব্যাটালিয়ান ফোর্স নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।