মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে অভি হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সে নওগাঁ সদর উপজেলার চকবুলাকী মোন্নাপাড়া গ্রামের মোস্তাক হোসেনের ছেলে।
নিহত অভি রাণীনগর উপজেলার চকউজির সায়েম উদ্দীন মেমোরিয়াল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে রাণীনগর পশু হাসপাতাল মোড়ে।
রাণীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, স্কুল শেষ করে অভি বাড়ি ফিরছিল।
এ সময় অভি পশু হাসপাতাল মোড়ের রাস্তা পার হবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আর ঘাতক ট্রাক্টরের চালক পালিয়েছে।