নওগাঁর মান্দায় সোলার স্ট্রিট লাইট স্থাপনে বদলে গেছে মানুষের জীবনযাত্রার মান

114

‌মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ৫ নং গনেশপুর ইউনিয়নের হাট, বাজার এবং প্রতিটি রাস্তার মোড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপনে বদলে গেছে মানুষের জীবন যাত্রার মান। চুরি, ছিনতাই, ডাকাতি বন্ধ করার জন্য এই উপজেলার বিভিন্ন হাট বাজারসহ ঝুঁকিপূর্ণ রাস্তার পাশে স্থাপন করা হয়েছে।

স্ট্রিট লাইট নামক সৌর বাতি সন্ধ্যা নামার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে জ্বলে উঠে। এতে করে চাপ কমেছে বিদ্যুতের। লোড শেডিং এর ঝামেলা না থাকায় এসব সড়ক বাতি গুলো আলো দেয় সারারাত। এই আলোর ফলে চুরি, ডাকাতি, ছিনতাই আগের তুলনায় অনেক কমেছে।

গনেশপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হানিফ উদ্দিন মন্ডল বলেন, এই সোলার লাইটের কারণে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। সোলার স্ট্রিট লাইট স্থাপনে গ্রামের মানুষের জীবনেও শহরের পরিবেশের ছোঁয়া লেগেছে।

মান্দা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকায় প্রায় সবকটি ঝুঁকিপূর্ণ রাস্তা, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে সোলার স্ট্রিট লাইট। সন্ধ্যা নামার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে বাতি গুলো জ্বলছে। আবার সকালে আলো ফোটার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

পথচারী শামসুজ্জামান সাজু জানান, আগে অন্ধকার রাস্তায় চলাচল করতে ভয় পেতাম। এখন ঝুঁকিপূর্ণ রাস্তায় সোলার স্ট্রিট লাইট জ্বলে। ফলে রাস্তায় চলতে তেমন কোন ভয় বা আতঙ্ক লাগে না।

মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও) রেজাউল করিম বলেন, মান্দা আসনের জাতীয় সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিকের সার্বিক সহযোগিতায় টিআর, কাবিখার প্রকল্পের মাধ্যমে গত দুই বছরে উপজেলার বিভিন্ন হাট বাজার ও রাতে নির্জন ঝুঁকিপূর্ণ অন্ধকার রাস্তায় চুরি, ডাকাতি বন্ধে অসংখ্য সৌর বিদ্যুতের স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরে হোম সিস্টেম সোলার বিতরণ করা হয়েছে।