নওগাঁর মান্দায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

62
সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় কমিটি
সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় কমিটি

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ “শান্তি- শৃঙ্খলা-প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার দুপুরে মান্দা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সুযোগ্য পুলিশ সুপার ইকবাল হোসেন ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স.ম জসিম উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মান্দা মুমিন শাহানা সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মফিজ উদ্দিন প্রামানিক, মান্দা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার আলী মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীন কুমার দাস, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ার টেকার আবুল কাসেম মৃধা প্রমুখ।

সভায় উপজেলার ১৪ ইউনিয়নের ১১৭টি মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মসজিদের ইমামগনসহ মান্দা থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং সেচ্ছাসেবী ট্রাফিক আজাহার আলী উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে ছিলেন ভাবিচা ইউ’পি চেয়ারম্যান ওবায়দুল হক, সাংবাদিক হোসেন আলী, বিজয় টিভির আব্দুল মজিদ স¤্রাট এবং এসবিসি টিভির নওগাঁ প্রতিনিধি সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু প্রমূখ।
মান্দা থানার ওসি মাহবুব আলম জানান, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই শ্লোগান নিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন দূর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় কোরআন তেলাওয়াত করেন মান্দা থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইসমাইল হোসেন এবং গীতা পাঠ করেন দেলুয়াবাড়ি দূর্গা মন্দিরের সভাপতি সুকুমার চন্দ্র দাস।