মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক ব্যবসায়ীকে মারপিট করে তার কাছে থাকা নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারে।
জানা গেছে, উপজেলার প্রসাদপুর ইউপি’র গাড়ীক্ষেত্র গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪২) নিজ বাড়ি থেকে নগদ ১ লক্ষ ১১ হাজার টাকাসহ প্রসাদপুর বাজারে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান শহিদুল ষ্টোর নামক মুদির দোকানে এসে দোকান খোলার সময় উপজেলার কয়াপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন ও আবু বক্কর সিদ্দিক, হাজী গোবিন্দপুর গ্রামের জেকের আলীর ছেলে শিহাব এবং চকরামানন্দপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে নাহিদ এরা সংঘবদ্ধ ভাবে এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে একটি ঘরের মধ্যে আটকিয়ে রেখে হত্যার উদ্দেশ্যে দড়ি দিয়ে হাত-পা বেধে তাকে মারপিট করে তার কাছে থাকা নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার মা আয়েশা বেওয়া মান্দা থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এরপর স্থানীয়রা তাকে ওইদিনই গুরত্বর আহতাবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এখন পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তিনি শারিরিকভাবে একটু সুস্থ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিয়েছেন। এরপর তিনি আজ রবিবার দুপুরে বাড়ি ফিরে গেছেন। আহত শহিদুল ইসলাম জানান, ওইদিন সকালে আমার ছেলের সাথে গামছা নিয়ে ভুলবোঝাবুঝি এবং মারপিটের ঘটনাকে কেন্দ্র করে তার শশূর বাড়ির লোকজন তাকে হত্যার উদ্দ্যেশে অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে তারা আমাকে মৃত বলে ফেলে রেখে চলে যায়।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নয়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মামলার প্রক্রিয়া চলছে।