নওগাঁর বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

148

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বলিহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী অত্র প্রতিষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের নিয়ে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এস এম হামিদুর রহমানের সভাপতিত্বে উক্ত মা সমাবেশ, বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর -৫ আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল (জন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক,নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী,জেলা আ’লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, বলিহার ইউ পি চেয়ারম্যান আফতাব মন্ডল,বলিহার ইউপি আ’লীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য তায়েজুল ইসলাম ইনসান,আহসান হাবিব,নূরুল ইসলাম,রনজিৎ কুমার মন্ডল, আসমা খাতুন,সহকারী শিক্ষক চায়না রানী,নন্দন চন্দ্র বর্মন প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য নুর ইসলাম চঞ্চল হাওলাদার, খোয়াজ উদ্দিনসহ বিদালয়ের সকল শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ৯ ম শ্রেনীর ছাত্র গোলাম মর্তুজা এবং গীতা পাঠ করেন ৭ ম শ্রেনীর ছাত্রী রিমঝিম মন্ডল।শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।