আজিজুর রহমান / সোহানা ফেরদৌস সুইটি, কেশবপুর: ধ্রুব পরিষদ বাংলাদেশের অধীনে চারুকারু ও সংগীত বিষয়ের পরীক্ষা শুক্রবার সকালে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
চারুকারু ও সংগীত বিষয়ের পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন সন্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, সহÑসাধারণ সম্পাদক সাংবাদিক উৎপল দে , কেশবপুর সাংস্কৃতিক কেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্রজিৎ হালদার, সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রদীপ বসু পল্টু, কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সহকারি পরিচালক শ্রাবন্তী রায় দে ও ওবায়েদ জাকির রাসু।
কেশবপুর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রদীপ বসু পল্টু জানান, কেশবপুর সাংস্কৃতিক কেন্দ্র ও চারুপীঠ আর্ট স্কুলের ৮৪ জন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন ফারুক হোসেন।