ঢাকা: ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২৫ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১১ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার উপ-পরির্দশক (এসআই) ভজন রায় জানান, সূয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস জয়পুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ভেতরে থাকা ২৫ যাত্রী আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।