ধানদিয়া কমিউনিটি ক্লিনিকে ব্র্যাকের উদ্যোগে মাস্ক বিতরণ ও আলোচনা সভা

150

হাবিবুল্লাহ বাহার ।। কলারোয়ার ধানদিয়া চৌরাস্তা বাজারে কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক গ্রুপ (CG) ওরিয়েন্টেশন ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ব্র্যাক এর আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য খালিদ হাসান টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,কলারোয়া ব্র্যাকের মুভিলাইজার সত্যজিৎ কুমার, তিনি তার বক্তব্যে বলেন,সাতক্ষীরায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ আজকরোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছে।কোন ক্রমেই এই অদৃশ্য শত্রুর থাবা থেকে মানুষ যেন রক্ষা পাচ্ছে না।এ থাবা থেকে রক্ষা পেতে হলে আমাদের প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।সচেতনতার কোন বিকল্প নেই।বিনা প্রয়োজনে বাড়ির বাহির হবেন না,

বাড়ির থেকে বাহির হওয়ার সময় অবশ্য মাস্ক ব্যবহার করবেন।ঘন, ঘন, সাবান ও স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, যথাসম্ভব জন সমাগম এড়িয়ে চলার সচেতনতা বৃদ্ধির জন্য আহবান জানান তিনি।এ সময় আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তি যোদ্ধা আব্দুর জব্বার মোড়ল,সবিতা রানী, নাজমা খাতুন,অসীম কুমার মুখার্জী, লিটন হোসেন, ইলা রানী,জাহাঙ্গীর হোসেন,যুথিকা রানী প্রমুখ।পরে ব্র্যাকের পক্ষ থেকে সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।