দৈনিক পত্রদূত’র সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলায় নগরঘাটা সাংবাদিকদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

25

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার টেন্ডার সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে পাঠকপ্রিয় পত্রিকা ‘দৈনিক পত্রদূত’ এর প্রকাশক, ভারপ্রাপ্ত সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিনিধির বিরুদ্ধে প্যানেল মেয়রের মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের সাংবাদিকবৃন্দরা।

অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন লাল সবুজের কথা নিউজের সম্পাদক ও প্রকাশক মো. জাবের হোসেন,নির্বাহী সম্পাদক মো. মামুন হোসেন, বার্তা সম্পাদক ইয়াছিন আলি,সাংবাদিক মোজাফফর হোসেন,নূহ নেওয়াজ,সাইফুল ইসলাম,মঈনুল আমিন মিঠু,শাহিন হোসেন,আবু সাঈদ প্রমুখ।

বিবৃতিতে তারা বলেন,অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।