দেবের নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’

546

বিনোদন ডেস্ক : পূজা এবং দেবের দু’জনকে এর আগেও একসঙ্গে রুপালী পর্দায় দেখেছেন দর্শকরা। সেই সময়ও তাদের এই জুটিকে পছন্দ করেছিলেন বাঙালি ছবির দর্শক। আরো একবার তাদের দু’জনকে একসঙ্গে দেখা যাবে আপকামিং ছবি ‘হইচই আনলিমিটেড’-এ।

একটি ট্যুইট করে আরো কয়েক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা নিজেই। ‘আরো একবার প্রেমে পড়ার পালা’-এমনটাই তার সাম্প্রতিক ট্যুইটে লিখেছেন দেব। আর এই ট্যুইট পোস্ট হতেই শুরু হয়েছে গুঞ্জন। আগামী ২৮ সেপ্টেম্বর সাউথ সিটি মলে মুক্তি পাবে দেবের আসন্ন ছবি ‘হইচই আনলিমিটেড’-এর নতুন রোম্যান্টিক গান ‘ওহ বেবি’।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির দু’টি গান। ছবির গান প্রকাশের কায়দায়েও অভিনবত্ব ছিল। কখনও ফ্ল্যাশ মব, কখনও বা ঘুড়ি উৎসবের মাধ্যমে ছবির প্রচার করছেন নায়ক। অভিনব কায়দায় এই ছবির কাস্ট লিস্ট প্রকাশ্যে এনেছিলেন দেব।
নিজের রেস্তোরাঁয় একটি ভিডিওর মাধ্যমে অভিনেতা-অভিনেত্রীদের দর্শকদের সামনে নিয়ে এসেছিলেন তিনি। তবে সেই তালিকা নিয়ে পরে সমস্যাও হয়।

প্রথমে এই ছবিতে ঘোষণা করা হয়েছিল মিমি চক্রবর্তীর নাম। কিন্তু কোনও অজানা কারণে তিনি প্রজেক্টটি থেকে সরে দাঁড়ান। শোনা গিয়েছিল, মিমির জায়গায় এই ছবিতে দেবের সঙ্গে ফের জুটি বাঁধবেন রুক্মিণী মৈত্র। কিন্তু শেষ পর্যন্ত কৌশানীকে কাস্ট করেন পরিচালক।

অন্যদিকে প্রিয়াঙ্কা সরকারও ‘হইচই আনলিমিটেড’ থেকে সরে যান। ফলে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোজাকে। রোজার চরিত্রটির নাম শাবানা। তিনি এক জন উঠতি অভিনেত্রী। ‘হইচই আনলিমিটেড’এ অর্ণ মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে রোজাকে। ছবিটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে উজবেকিস্তানে।