দেবিশহর গ্রামে জননেত্রী শেখ হাসিনা’র ঘর পেলেন অসহায় সুখমনি দাসী

32

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: মুজিবশতবর্ষেরর উপহার পেলেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ানের ৩ নং ওয়ার্ডের গরিব অসহায় সুখমনি দাসী। আজ ১৭ ই মার্চ দুপুর ১ টায় (গৃহহীন সুখমনি দাসির) মুজিব শতবর্ষের অনুদান “মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদান গৃহহীনের গৃহ নির্মাণ ” এর শুভ উদ্বোধন করেন সাজিয়া আফরিন,নির্বাহী অফিসার দেবহাটা।

উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান সরদার, ১,২,৩ ওয়ার্ড ইউপি সদস্য মহাশয়া আল্পনা অধিকারী ও এলাকার জনগণ।

নতুন ঘর পেয়ে মহাখুশি সুখমনি বলেন জননেত্রী শেখ হাসিনার জন্য আর্শিরবাদ করে বলেন ইশ্বর শেখ হাসিনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক আমার মত অসহায় মানুষ আজ ঘর পেয়েছে আমি আজ অনেক খুশি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাজীবন ক্ষমতায় থাক এবং আমাদের চেয়ারম্যানের জন্য আজ আমি নতুন বাড়ী পেয়েছি তিনি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।