কুমিল্লা-প্রতিনিধি: বুধবার ২০তম পবিত্র মাহে-রমজানে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাসাবাড়িতে চুরি,ডাকাতি প্রতিরোধে সতর্কতামূলক বার্তা দিয়ে ব্যাতিক্রর্মী উদ্দ্যোগ নিয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান নিজেই আজ দেবিদ্বার নিউমার্কেট এলাকায় লিফলেট বিতরণ করেন , অপর দিকে দেবিদ্বার থানার অফিসার-ফোর্স নিয়ে প্রায় ঘন্টাখানেক যানজট নিরসনের কাজে নেতৃত্ব দেন। শুধু তাই নয় তিনি বিভিন্ন সময় জনকল্যানে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। একজন সৎ সাহসী পুলিশ অফিসার “অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান” স্যার। আপনাকে দেবিদ্বার বাসীর পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনি আমাদের দিন দিন অনেক ঋনি করে রাখছেন আর এই ঋনের বোঝা আমরা কি বইতে পারব? শুভ কামনা রইল সারাজীবনের জন্য । আপনি,আপনার পরিবার সবার প্রতি শুভ কামনা রইলো।মহান সৃষ্টিকর্তা যেন আপনার উপর সর্ব সময় রহমত বর্ষিত করে।
আমিন আমিন আমিন ছুম্মা আমিন।এটাই দেবিদ্বার বাসীর প্রাণের চাওয়া।