দেবহাটা ব্যুরো ॥ খুলনার বহুল প্রচারিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টনের বিরুদ্ধে মিথ্যা মামলা হওয়ার প্রতিবাদ জানিয়েছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এই ধরনের মামলা সাংবাদিকতার মতো মহান পেশাকে প্রশ্নবিদ্ধ ও ষড়যন্ত্র করার সামিল বলে উল্লেখ করেন। তাই এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য নেতৃবৃন্দ আহবান জানান।
বিবৃতিদাতারা হলেন, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আবু তালেব, সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দীন, সহকারী অধ্যাপক সাংবাদিক রাজু আহমেদ, সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক ও সহকারী অধ্যাপক মির্জা মূহসীন আলী, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সাংবাদিক আব্দুল আলিম মিঠু, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সাংবাদিক জি.এম আব্বাসউদ্দীন, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, সাংবাদিক হারুন-অর রশিদ প্রমুখ।