দেবহাটায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করছেন ওসি সৈয়দ মান্নান আলী। ছবি- লাল সবুজের কথা
কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছেন। ৩০ লক্ষ শহীদের স্মরনে ৩০ লক্ষ গাছের চারা বিতরনের কর্মসূচীর অংশ হিসেবে ওসি সৈয়দ মান্নান আলী বুধবার সকালে দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরন করেন। এসময় ওসির সাথে স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। চারা বিতরনকালে ওসি সৈয়দ মান্নান আলী সংক্ষিপ্ত বক্তৃতায় শিক্ষার্থীদেরকে আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে পড়াশুনার পাশাপাশি সমাজসেবামূলক কাজ করার আহবান জানান। তিনি বলেন, একটি গাছ একটি ভবিষ্যৎ। এছাড়া তিনি ইভটিজিং, জঙ্গীবাদ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার আহবান জানান। পরে থানা অভ্যন্তরে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।