দেবহাটা ছাত্রলীগের সাধারন সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

19

দেবহাটা ব্যুরোঃ দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজের উপর অতর্কিত হামলার প্রতিবাদে দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বিকালে ভাতশালা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি ভাতশালা বাজার প্রদিক্ষন শেষে এব সমাবেশ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, আঃলীগের নেতা শরিফুল ইসলাম বিশ্বাস, সাবেক শিক্ষক আব্দুল হাই, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তারা হাফিজের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য দাবী জানান। পরে ভাতশালা বাজারে ইউনিয়ন যুবলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নতুন অফিস উদ্বোধন করা হয়।