দেবহাটা কলেজ ছাত্রলীগের নবীন বরন অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত

12

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরোঃ দেবহাটা কলেজ ছাত্রলীগের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সকালে নবীনদের স্বাগত জানিয়ে একটি মিছিল কলেজ ক্যাম্পাস প্রদিক্ষন করে। পরে এক আলোচনা সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি শেক রাসেল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কলেজ গর্ভনিং কমিটির সভাপতি আনোয়ারুল হক।

বিশেষ অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম ও দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আহছানউল্লাহ কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও ফয়েজুল্লাহ, উপ-প্রচার সম্পাদক সবুজ হোসেন, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুস সালাম, দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ ও সাধারন সম্পাদক আব্দুর রফিক, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহরম হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন প্রমুখ। শেষে নবীনদেরকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়।