দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৪ প্রার্থী

7
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

দেবহাটা ব্যুরো॥ আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনের ৩য় ধাপে আগামী ২৪মার্চ দেবহাটায় অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পর্যন্ত ৩পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৪ প্রার্থী। যার মধ্যে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল হাই এর নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১২জন প্রার্থী।

এছাড়া জেলা রিটার্নিং অফিসার এডিসি জেনারেল বদরুজ্জামান এর নিকট জমা দিয়েছেন আরো দুই জন। এতে দেখা যায়, উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৫জন। যার মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি ইতেমধ্যে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড স.ম গোলাম মোস্তফা, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহবুব আলম খোকন, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের পুত্র সাঈদ মাহফুজুর রহমান ও অজিহার রহমান।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিন্নুর, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ এবং উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল এবং ন্যাশনাল পিপলস্ পার্টির পক্ষে সাংবাদিক রিয়াজুল ইসলাম।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আমেনা রহমান, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পারুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়াংকা রাণী এবং নাট্য পরিচালক জিএম সৈকাতের স্ত্রী জিএম স্পর্শ মনোনয়নপত্র দাখিল করেছেন।