দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান

26
দবেহাটা উপজলো পরষিদরে পক্ষ থকেে শক্ষিা বৃত্তি প্রদান
দবেহাটা উপজলো পরষিদরে পক্ষ থকেে শক্ষিা বৃত্তি প্রদান

মো : আজিজুল ইসলাম(ইমরনা): দেবহাটায় উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গণি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেটের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ইন্সঃ লোকমান কবির, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা রানী সহ সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে উপজেলা পরিষদের ফান্ড থেকে ৪ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এই বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বৃত্তিপ্রাপ্ত এক জন ছাত্রের বাব বলেন দেবহাটা উপজেলা পরিষদের এমন ধরণের কর্যক্রমে তারা দারুন খুশি। তার সন্তান সহ যে হত দরিদ্র ছাত্র ছাত্রীরা এই বৃত্তি পাচ্ছে তা তাদের শিক্ষা জীবনের জন্য গুরুদ্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এই ধরনের কার্যক্রমের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।