দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কর্মকান্ডে এগিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী আহছান উল্লাহ কল্লোল। তার আছে কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন পদে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। সাম্প্রতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে ইতিমধ্যে নিজের আবেদন পত্র জেলা ছাত্রলীগের সভাপতি বরাবর জমা দিয়েছে সে।
উল্লেখ্য, সাধারণ সম্পাদক প্রার্থী কল্লোল ২০১৪ সালে দেবহাটা সরকারি বিবিএমপি মডেল হাই স্কুলে বানিজ্যিক বিভাগে এসএসসি পাশ করে দেবহাটা কলেজে ভর্তি হয়। এরপর ২০১৫ সালে কলেজ ছাত্রলীগের ইয়ার সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১৬ সাল থেকে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে নিজের সাংগঠনিক দক্ষতা সুদৃঢ করে রেখেছে সে।
পূর্বের এসব অভিজ্ঞাতাকে কাজে লাগিয়ে তৃনমূলের নেতাকর্মীদের আস্থা অর্জন করে উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী আহছান উল্লাহ কল্লোল।